Posts

সিম কার নামে রেজিস্ট্রেশন করা দেখার নিয়ম

Image
আমরা তো সকলেই প্রায় মোবাইল ব্যবহার করে থাকি। আর মোবাইল ব্যবহার করলে স্বাভাবিকভাবে সিম কার্ড ব্যবহার করবে এটাই স্বাভাবিক। আমরা যারা সিম কার্ড ব্যবহার করে থাকি বিশেষ কোনো কারণে একসময় আমাদের দরকার হয়ে থাকে যে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা দেখার। তখন আমরা অনেকে চাই যে সিমটি কার নামে  রেজিস্ট্রেশন চেক করতে। কিন্তু অনেকেই আছেন সিম রেজিস্ট্রেশন কার নামে আছে সেটা দেখতে জানেন না।  আমি আজকে আপনাদেরকে এই আর্টিকেলের মাধ্যমে বলবো সিম কার নামে রেজিস্ট্রেশন করা তার নিয়ম সম্পর্কে।  আমি দুটি পদ্ধতি বলব যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন সিম কার নামে রেজিস্ট্রেশন আছে।  ১. মোবাইলের ইউএসডি কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন চেক  সিম রেজিস্ট্রেশন চেক করার দারুণ একটি উপায় এটি। মোবাইল ফোন ব্যবহারকারীরা চাইলে একটি এনআইডি কার্ড এর বিপরীতে রেজিস্ট্রেশনকৃত  মোবাইল সিমের সংখ্যা সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন।  তবে এর জন্য অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রের বা এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা জানা লাগবে। সিম রেজিস্ট্রেশন চেক করার উপায়.. প্রথমে আপনার মোবাইলের কল অপশনে য...

যাবার দিনে ।বাংলা কবিতা, যাবার দিনে, রবীন্দ্রনাথ ঠাকুর ___রবীন্দ্রনাথ ঠাকুর

Image
  _👇_রবীন্দ্রনাথ ঠাকুর👇   যাবার দিনে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই – যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে তারি মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা, এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই – যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই।

আমাকে ভালোবাসার পর

Image
  আমাকে ভালোবাসার পর —হুমায়ুন আজাদ আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার, যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড। পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ। আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি এদিকে-সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার যেনো তুমি ওই চোখে কোন কিছুই দ্যাখো নি। আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব, বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে, ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে, লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন। না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায় ঝরছে বোদলেয়া...

General Science Gk in Bengali

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? (A) আলোকবর্ষ (B) মাইক্রন (C) অ্যাংস্ট্রম (D) রেডিয়ান 2. নিন্মোক্ত আলোকীয় যন্ত্রগুলির মধ্যে কোটি বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মির অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে ব্যবহার করা উচিত? (A) উত্তল দর্পণ (B) অবতল লেন্স (C) সমতল দর্পণ (D) উত্তল লেন্স 3. তরঙ্গের নিন্মোক্ত বিষয়গুলির মধ্যে কোনটির পরিবর্তন হয় যখন তরঙ্গটি একটি সীমা থেকে প্রতিফলিত হয়? (A) তীব্রতা (B) তরঙ্গ দৈর্ঘ্য (C) গতিবেগ (D) কম্পাঙ্ক 4. শব্দের নিম্নোক্ত বিষয়গুলির মধ্যে কোনটি বায়ুর তাপমাত্রার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়? (A) বিস্তার (B) কম্পাঙ্ক (C) তরঙ্গদৈর্ঘ্য (D) তীব্রতা 5. তড়িদাধানের একক নীচের কোনটি? (A) কুলম্ব (B) ভোল্ট (C) নিউটন (D) কুলম্ব/ভোল্ট