সিম কার নামে রেজিস্ট্রেশন করা দেখার নিয়ম
আমরা তো সকলেই প্রায় মোবাইল ব্যবহার করে থাকি। আর মোবাইল ব্যবহার করলে স্বাভাবিকভাবে সিম কার্ড ব্যবহার করবে এটাই স্বাভাবিক।
আমরা যারা সিম কার্ড ব্যবহার করে থাকি বিশেষ কোনো কারণে একসময় আমাদের দরকার হয়ে থাকে যে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা দেখার।
তখন আমরা অনেকে চাই যে সিমটি কার নামে রেজিস্ট্রেশন চেক করতে। কিন্তু অনেকেই আছেন সিম রেজিস্ট্রেশন কার নামে আছে সেটা দেখতে জানেন না।
আমি আজকে আপনাদেরকে এই আর্টিকেলের মাধ্যমে বলবো সিম কার নামে রেজিস্ট্রেশন করা তার নিয়ম সম্পর্কে।
আমি দুটি পদ্ধতি বলব যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন সিম কার নামে রেজিস্ট্রেশন আছে।
১. মোবাইলের ইউএসডি কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন চেক
সিম রেজিস্ট্রেশন চেক করার দারুণ একটি উপায় এটি। মোবাইল ফোন ব্যবহারকারীরা চাইলে একটি এনআইডি কার্ড এর বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন।
তবে এর জন্য অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রের বা এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা জানা লাগবে।সিম রেজিস্ট্রেশন চেক করার উপায়..
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে যেতে হবে এবং সেখান থেকে *16001# লিখে ডায়াল করতে হবে।
তারপর সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি অক্ষর দিতে বলবে।আপনাকে নিজের এনআইডি কার্ডের শেষ চারটি নাম্বার সেখানে দিতে হবে।
এন আইডি কার্ডের শেষ চারটি নাম্বার দেওয়ার কিছুক্ষণ পরে আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে এবং আপনি এর মাধ্যমে জানতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।
২. Truecaller website এর মাধ্যমে সিম রেজিস্ট্রেশন চেক
আপনারা যারা সিম রেজিস্ট্রেশন চেক করতে চান তারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন।
আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। যেমনঃ
আপনাকে প্রথমে এর জন্য আপনি যে নাম্বারটা রেজিস্ট্রেশনের ব্যাপারে জানতে চান সে নাম্বারটি কপি করে নিয়ে Truecaller website এ চলে যান।
আপনাকে এবার আপনার ফোন নাম্বারটা দিতে হবে যে নাম্বারটি আপনি চেক করতে চান। নাম্বারটি লেখার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
যদি আগে Truecaller এ একাউন্ট করা না থাকে যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে সাইন আপ করতে হবে। আপনি এই ক্ষেত্রে সাইন ইন করার জন্য sign in google এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন।
সাইন আপ করার মাধ্যমে এই ওয়েবসাইটটি আপনাকে জানিয়ে দিবে আপনার এ নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে।
সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য দারুণ একটি উপায় হচ্ছে এটি। আপনারা চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করে আপনার কাছে থাকা সিমটি খুব সহজেই রেজিস্ট্রেশন চেক করতে পারেন।
ইতিকথা
আপনারা চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে খুব সহজেই আপনার কাছে থাকা সিমটির রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।
খুব ভাল
ReplyDelete